শহিদুল ইসলাম, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালী ঢালা নামক এলাকায় নোহা ও মালবাহী গাড়ির মূখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শূক্রবার বিকেল ৪ টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান সিদ্দিক জানিয়েছেন।
জানা যায়, শূক্রবার বিকেলে উখিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন পালংখালী উচ্চ বিদ্যালয়, থাইংখালী উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও ফারির বিল মাদ্রাসা ইউনিট সম্মেলনে একটি নোহা করে যাওয়ার পথে থাইংখালী ঢালা নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির সাথে মূখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় উখিয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল আমিন, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, রাজাপালং ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সভাপতি রিদুয়ান ও নোহা গাড়ির চালক মোঃ তারেক সহ ১০ জন। ইমরান খান ও তারেকের অবস্থা আশংখা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এ প্রতিনিধিকে জানিয়েছেন।
উখিয়া থানার ওসি আবুল খাইর বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।