আমাদের রামু রিপোর্ট:
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামে জোর পূর্বক দখলকৃত সেই ৩ হিন্দু পরিবারের বসত বাড়ি অবশেষে দখলমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রামুতে সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় এসব বসত বাড়ি দ্রুত দখলমুক্ত করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি আমাদের রামু কে নিশ্চিত করেছেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা জানান, দখল হওয়া বাড়ি তিনটি প্রশাসন দখলমুক্ত করেছে বলে জেনেছি। তবে বিষয়টি স্থায়ীভাবে এখনও সুরাহা হয়নি। এর স্থায়ী সমাধানের লক্ষে চেষ্টা চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া শর্মা পাড়া এলাকার মৃত বংকিম শর্মার ছেলে বিশ্ব কুমার শর্মা ও একই এলাকার দুলাল শর্মা, শিমূল চক্রবর্তীর ৩টি ঘরে অতর্কিত হামলা চালিয়ে জবর দখল করা হয়। দুপুর ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু ধারালো কিরিচসহ আবছার কামাল (৫৮), আহমদ কামাল (৬৫), শাহজাদা মিয়া (৪৮) আটক করে।