সোয়েব সাঈদ:
রামুতে গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় শুভ সূচনা করেছে দক্ষিণদ্বীপ কালু সওদাগর স্মৃতি সংসদ।রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজারকুল ফরেস্ট অফিস মাঠে অনুষ্ঠিত খেলায় রাজারকুল নয়াপাড়া রাশেদ স্টোরকে ১-০ গোলে পরাজিত করে দলটি। খেলার প্রথমার্ধের ৭মিনিটে দক্ষিণদ্বীপ কালু সওদাগর স্মৃতি সংসদের পক্ষে পারভেজ জয়সূচক গোলটি করেন।
দক্ষিণদ্বীপ ও শিকলঘাট একতা সংঘ আয়োজিত এ টূর্ণামেন্টে অংশ নিচ্ছে রামু উপজেলার ১৬টি ফুটবল দল। বিকাল চারটায় টূর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ। বিশেষ অতিথি ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম।
রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মির কাসেম, ফতেখাঁরকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য জাফর আলম, ইউনুচ খান, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, কার্লোফার্মা লি. এর এরিয়া ম্যানেজার ডা. ওসমান গনি রানা, মাস্টার কায়ছারুল হক, মনজুর আলম সওদাগর।
অনুষ্ঠানে টূর্নামেন্ট আয়োজক দক্ষিণদ্বীপ ও শিকলঘাট একতা সংঘের সভাপতি জানে আলম, সহ সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, অর্থ সম্পাদক নুরুল আলম, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক শফি উল্লাহ, সংগঠনের সদস্য ওবাইদুল হক বাবু, মোহাম্মদ এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। খেলায় রেফারি ছিলেন, মহি উদ্দিন, আমান উল্লাহ ও ইমরুল হাসান বাপ্পী।
খেলোয়াড়া তালিকা
মরহুম কাল সওদাগর স্মৃতি সংসদ এর পক্ষে রেজা, পারভেজ, জাকির হোছন, জসিম, শহীদুল্লাহ, রিয়াদ, শহীদু, ফয়সাল, হাসিদ, তৌহিদ, মোরশেদ আলম মনু।
রাজারকুল নয়াপাড়া রাশেদ স্টোর এর পক্ষে রাসেল, রুপাল, সাইফুল, সফল, নুরুল হাকিম, সুমন, মুর্শেদ, মদু ও নাসির।
টূর্ণামেন্টের পরবর্তী ম্যাচে সোমবার (৫ সেপ্টেম্বর) পাঞ্জেখানা পিকেসি এসোসিয়েনের এর মুখোমুখি হবে রাজারকুল দেয়াংপাড়া সেভেন স্টার।