আমাদের রামু রিপোর্ট:
সিসিটিভি’র আওতায় এসেছে কক্সবাজারের রামু থানা। এই প্রথম বারের মত জেলার কোন একটি থানা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
অসহায় বিচার প্রার্থীরা যাতে দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার না হন এ জন্য সিসিটিভিগুলো স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, রামু থানা ভবনের বিশেষ বিশেষ স্থানে ৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলো অফিসার ইনচার্জের (ওসি) কার্যালয় থেকে মনিটরিং করা হচ্ছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর আমাদের রামু কে জানিয়েছেন, থানার অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি ক্যামেরা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।