এ.এম হোবাইব সজীব:
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল হুদা হত্যা মামলার এজারভুক্ত দুই আসামী বিদেশ পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিমান বন্দর থেকে তাদের আটক করেছে পুলিশ।
নিহতের পুত্র ব্যবসায়ী শাহাজাহান মুঠোফোনে আমাদের রামু কে জানান, সোমবার রাত ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় ঢাকা বিমান বন্দর এলাকা থেকে বিদেশ পাড়ি দেওয়ার সময় তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, লম্বা ছিদ্দিক (৪০), কাইয়ুম ( ৩৫)। ধৃত দুই জন বদরখালী ৫ নং ওয়ার্ড় মগনামা পাড়ার নূর আহমদের পুত্র।
তারা গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মূহূর্তে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বদরখালী বাজারে বিশাল বিক্ষেভ মিছিল করেছে স্থানিয় সচেতন এলাকাবাসী।
বদরখালী ইউপিতে গেল নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী তরুণ ছাত্রলীগ নেতা আ,ন,ম হেফাজ সিকদার বলেন, যারা পশুর মত মানুষ হত্যা করে তাদের ফাঁসি হওয়ায় উচিত।
উল্লোখ্য,বদরখালী ইউনিয়নের ৫ নং ওর্য়াড়ের মগনামাপাড়ার বাসিন্দা মৃত আবুল আহমদের পুত্র বদরখালী বাজারের মা মনি ক্লথ স্টোরের মালিক ব্যবসায়ী শাহাজাহানের পিতা নুরুল হুদাকে গত ৩০ জুন রাত সাড়ে ১১ টায় জামায়াত শিবির পুষ্ট ধৃত সন্ত্রাসীরা বদরখালী বাজার থেকে অপহরণ করে নিয়ে টুটিয়াখালী পাড়াস্থ মুজিবকিল-য় নিয়ে জবাই করে হত্যা করে । এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ ও সাধারণ জনতা ফুঁসে উঠে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে বদরখালীর সর্বস্তরের হাজার-হাজার জনতা মানববন্ধন ও বিক্ষোভে ফেঁটে পড়ে।
অবশেষে হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যায় অংশ নেওয়া দুইজন গ্রেফতার হওয়ায় সাধারণ জনগণের মাঝে স্বস্থি ফিরে এসেছে বলে জানিয়েছেন বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন টিটু।
এ ব্যাপারে সত্যতা জানতে রাত ১০ টার সময় চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে তার কাছে কোন খবর আসেনি বলে জানান।