বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন অ্যাডভোকেট বেলাল হোসাইন। সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সোমবার হজ পালন করতে সৌদি আরব যাওয়ায় তার স্থলে বেলাল হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগ চেয়ারম্যান সৌদি আরবে যাওয়ার প্রাক্কালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। ওমর ফারুক পবিত্র হজ পালনকালে বেলাল হোসাইন যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।