এ.এম হোবাইব সজীব:
কক্সবাজারের মহেশখালীতে টমটম গাড়ীতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ মোস্তফা (২৫)। সে উক্ত গ্রামের বাদশা মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান নামক গ্রামে ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত মোঃ মোস্তফা রাত ১১টার দিকে তার দোকানে নিজের টমটম গাড়ির চার্জ দেওয়ার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে শরীরে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। সে স্থানীয় বাদশা মিয়ার পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মোস্তাফা ১ সন্তানের জনক বলে জানা গেছে।