প্রেস বিজ্ঞপ্তি:
রামু থানার ঈদগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে কুদ্দুছ মিয়ার জোম ঢালারমুল পানেরছড়া নামক স্থানে জনৈক ব্যক্তির বাগানের ভিতরে রাশেদুল ইসলাম প্রকাশ রাহাত উল্যা। বয়স অনুমান ৩৮ বৎসর হইবে, পিতা-আলী আহাম্মদ, সাং-পূর্ব গজালিয়া, ৯নং ওয়ার্ড, ইউপি-ইসলামাবাদ, থানা-কক্সবাজার সদর,জেলা-কক্সবাজার এর গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়াছে বলিয়া স্থানীয় লোকজন রামু থানা পুলিশকে জানাইলে রামু থানার এস,আই/মোঃ বিল্লাল হোসেন উক্ত ব্যক্তির লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
স্থানীয় লোকজন জানায় উক্ত ব্যক্তি একজন কুখ্যাত দূর্ধর্ষ ডাকাত ও অপহরণকারী এবং বনদস্যু। সে অপহরণকারীদের সর্দার। তাহার ভয়ে ঈদগাঁ, ঈদগড়, বাইশারী রোডস্থ আশ পাশের লোকজন সারাক্ষণ সন্ত্রস্ত থাকিত। সে রামু, কক্সবাজার সদর, চকরিয়া এবং নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় বহু অপহরণ, ডাকাতি সংঘটন করিয়াছে। ভয়ে তাহার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস করে না। তাহার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়িলে সাধারণ লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলে।
তাহার বিরুদ্ধে কক্সবাজার সদর থানার বন মামলার নং- ৭৯/১২, ১৪/১৩, ৭৯/১২, ১৪/১৩, ৮/১২, ২৫১/০৩, ৪০৬/৯৮ এবং জি,আর নং-৩৮৩/১৪, ধারা-৩৫৩/৩৩২/৩২৬/৩৪ পেনাল কোড বিচারাধীন রহিয়াছে। এছাড়া উক্ত আসামী ১। রামু থানার মামলা নং-২৯,তাং-২৯/৬/১৬ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ২। রামু থানার মামলা নং-৩০,তাং-২৯/৬/১৬ ইং, ধারা- The arms Act 1878 Gi 19 A. ৩। রামু থানার মামলা নং-০৭, তাং-০৭/৮/১৬ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ৪। রামু থানার মামলা নং-১৮, তাং-১৯/৭/১৬ ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ৫। রামু থানার মামলা নং-১৯, তাং-১৯/৭/১৬ ইং,ধারা- The arms Act 1878 Gi 19 A. ৬। রামু থানার মামলা নং-০৪, তাং-০৩/৭/১৬ ইং, ধারা-The arms Act 1878 Gi 19 A. ৭। রামু থানার মামলা নং-০৩,তারিখ-০৩/৭/১৬ ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ৮। রামু থানার মামলা নং-১৯,তারিখ-২৮/৮/১৬ ইং ধারা-৩৬৫/৩২৩/৩৮৫/৩৪ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী। ঘটনাস্থল তল্লাশী চালাইয়া সেখানে একটি দেশীয় তৈরী একনালা বন্দুক ও ০৮ রাউন্ড তাজা কার্তুজ এবং ০৬ রাউন্ড কার্তুজের খোসা পাওয়া গিয়াছে।
ধারনা করা যাইতেছে যে, ডাকাতির লুন্ঠিত মালামাল ভাগাভাগিকে কেন্দ্র করিয়া তাহার সহযোগী ডাকাতেরা তাহাকে গুলি করিয়া হত্যা করিয়াছে। এই ব্যাপারে রামু থানায় মামলা রুজু করা হইতেছে।
—————————————
প্রেরক
প্রভাষ চন্দ্র ধর
অফিসার্স ইনচার্জ
রামু থানা।