আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৬৮৭ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় পরিষদ কার্যালয়ে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, মহিলা ইউপি সদস্যা সাবেকুন্নাহার, সেলিনা আক্তার বেবি, ইউপি সদস্য নুরুল আজিম, আবু তাহের, নুরুল আজিম, আব্দুর রহিম, আনোয়ার সাদেক, থোয়াইচাহ্লা চাক, পরিষদ সচিব আবু হানিফ রাজু, দফাদার নুরুল আমিন প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিষদ সচিব আবু হানিফ রাজুেআমাদের রামু কে জানান, পবিত্র ঈদ উপলক্ষে সরকার কর্তৃক বাইশারী ইউনিয়ন পরিষদে ২৬.৮৭০ মেঃটন চাউল বরাদ্দ দিয়েছে। যাহা জনপ্রতি ১০ কেজি করে ২৬৮৭ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলার ট্যাক অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে পল্লী উন্নয়ন সহকারী অফিসার মোঃ ইউনুছ আমাদের রামু কে বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে কোনরকম অনিয়ম ছাড়া চাউল বিতরণ সম্পন্ন হয়েছে।