প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তথা বারডেমের প্রতিষ্টাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোঃ ইব্রাহিমের ২৭ তম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে।
এ উপলক্ষে সমিতির কেন্দ্রীয় কর্মসুচির অংশ স্বরূপ দিবসটিকে কক্সবাজার ডায়াবেটিক সমিতি যথাযোগ্য মর্যাদার সাথে ‘সেবা দিবস’ হিসাবে পালন করেছে। উক্ত দিবসে সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে তিন শতাধিক রোগীর ডায়াবেটিক পরীক্ষা সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ ছাড়াও সেবা দিবস উপলক্ষে সকাল ১১.০০ টায় ডায়াবেটিক হাসপাতাল ভবনে জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিমের জীবনীর উপর আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিমের বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কক্সবাজার ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ ও সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং প্রবীণ সাংবাদিক বদিউল আলম।
অনুষ্টানে সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী এবং শিহাব সরওয়ার সাদী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে এক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় সমিতি পাড়ার ইসলামী রিসার্চ সেন্টারের শিক্ষক মওলানা আবদুল গাফ্ফার।
দিবসটি উপলক্ষে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এম, নকরেক, ডাঃ মোহাম্মদ মুসা ও ডাঃ ফারহানা জেরিন খান।