এ.এম হোবাইব সজীব:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী উপকূলীয় ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এলাকায় সকলের পরিচিত শান্তশিষ্ঠ শাহাজাহানের পিতা নুরুল হুদা (৬০) কে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িত পুলিশের হাতে আটক লম্বা ছিদ্দিক (৪০), কাইয়ুম (৩৫), সোয়াইব (৩০) কে ফাঁসির দাবীতে মঙ্গলবার বিকাল ৫টায় বদরখালী বাজারে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন শান্তিপ্রিয় নাগরিক কমিটির ব্যানারে বিপুল সংখ্যক নেতাকর্মী সড়কে বাজারের অলি গলিতে সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
বদরখালী ফেরীঘাট থেকে শুরু করে মিছিলটি ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগান মূখরিত ধ্বনিতে বদরখালী বাজার প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুদ্ধ জনতা বদরখালী-মহেশখালী সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হওয়ায় তীব্র জানজট সৃষ্টি হয়ে কুরবানের ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা ঘরমূর্খী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। পরে আধাঁ ঘন্টা পর প্রশাসন খুনিদের ফাঁসি নিশ্চিত করবে আশ্বাসে সন্ধ্যার দিকে সড়ক অবরোধ তুলে নেন বলে জানিয়েছেন নিহতের ছেলে মোঃ সাখাওয়াত হোছাইন ।
এ সময় জনতা হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীসহ অপরাপর তাদের মদদ দাতা চিহ্নিত সন্ত্রাসীদের ফাঁসি দেওয়ার দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি। অন্যথায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচী দিয়ে আন্দোলনের হুঁশিয়ারী দেন।
এ সময় নিহতের ছেলে মোঃ শামীম নিজ পিতা নিহত হওয়ায় স্মৃতিচারণ করতে গিয়ে তিনি সহ উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন। এবং চারদিকে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সচেতন লোকজন জানান, মানুষ যদি একটু সহনশীল হয় তাহলো পশুর ন্যায় মানুষ জবাই করে হত্যা করতে পারে না। এ ব্যাপারে নিজেদের মধ্যে বিবেক সৃষ্টি করতে হবে।
হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের ফাঁসি চেয়ে হাতে ব্যানার,পোষ্টার, ফেস্টুন, প্লেকার্ডসহ প্রতিবাদী বিভিন্ন প্রচারপত্র নিয়ে হাতে-হাত ধরে বিক্ষোভ মিছিল করেন। তারা এ বিষয়ে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নং ওর্য়াড়ের মগনামা পাড়ার বাসিন্দা মৃত আবুল আহমদের পুত্র বদরখালী বাজারের মা মনি ক্লথ স্টোরের মালিক ব্যবসায়ী শাহাজাহানের পিতা নুরুল হুদাকে গত ৩০ জুন রাত সাড়ে ১১ টায় ধৃত সন্ত্রাসীরা বদরখালী বাজার থেকে অপহরণ করে নিয়ে টুটিয়াখালী পাড়াস্থ মুজিবকিল-য় নিয়ে জবাই করে হত্যা করে ।