প্রেস বিজ্ঞপ্তি:
রামুতে স্টুডেন্ট ক্লাব সিকদার পাড়া ছাত্র সংগঠনের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকালে ছাত্র সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম ভূট্টোর সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকদার পাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইসহাক, সমাজ সেবক নুর আহমদ, চাকমারকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম।
অনুষ্ঠানে নব নির্বাচিত স্টুডেন্ট ক্লাবের সভাপতি রহিম উল্লাহ, সহ-সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ সকল দায়িত্বরত সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামসুল আলম, বাহাদুল মিয়া, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো.ইয়াছিন। উল্লেখ্য: অরাজনৈতিক স্কুল, কলেজে অধ্যায়নরত ফতেখারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকার তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ২০১৪ সালে এ ছাত্র সংগঠন গঠিত হয়।
সভায় স্টুডেন্ট ক্লাবের সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।