আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত ২৭ টি আনন্দ স্কুলে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ৭ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত রক্স এর অর্থায়নে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদের পক্ষে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী, সাংবাদিক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক মিজানুর রহমান, মোঃ বেলাল হোসেন প্রমুখ। এছাড়া আনন্দ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সভাপতিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন সরকারের দেওয়া পোশাক ও শিক্ষা উপকরণ যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি আহ্বান জানান। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান যেন আরো উন্নতি হয় সে ব্যাপারে নজর রাখার জন্য জোর তাগিদ দেন।