আমাদের রামু রিপোর্ট:
রামুতে জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে পরিচয়পত্র প্রদান শুরু হয়েছে।এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৩০৭ জন নিবন্ধিত জেলেকে পরিচয় পত্র প্রদান করা হয়েছে।
রামু উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আমাদের রামু কে জানান, পরিচয়পত্র প্রদান কার্যক্রমের প্রথমধাপে ৩০৭ জন নিবন্ধিত জেলের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে অন্তত নয় শতাধিক জেলেদের পরিচয়পত্র প্রদান করা হবে।
রামু উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত পরিচয়পত্র প্রদান কার্য্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত ভাষনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসাইন ও ফরিদা ইয়াছমিন।
বুধবার প্রথমদিনে রামু উপজেলার ৩০৭ জন নিবন্ধিত জেলেকে পরিচয়পত্র প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের ফিল্ড এ্যাসিষ্ট্যান্ট হোসাইন মাহমুদ।