রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ, মৈত্রী সাধক, ত্যাগী বৌদ্ধ ভিক্ষু, আবাল্য ব্রহ্মচারী ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথের’র প্রথম ও প্রধান শিষ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রামু আর্যবংশ ভিক্ষু সংস্থার ঊর্ধ্বতন সহ-সভাপতি, রামু প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি, অনর্গল সদ্ধর্মদেশক প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টান উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা ৩০ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, বিকালে রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভারতীয় উপসংঘরাজ ভদন্ত ধর্মরত্ন মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন ভদন্ত বিজয় রক্ষিত মহাথের, ভদন্ত বিমলজ্যোতি মহাথের, ভদন্ত করুণাশ্রী মহাথের, ভদন্ত জ্ঞানপ্রিয় মহাথের, ভদন্ত শীলপ্রিয় মহাথের, ভদন্ত শীলমিত্র থের, ভদন্ত প্রজ্ঞাতিলোক থের,ভদন্ত প্রজ্ঞাপাল থের, ভদন্ত সাধনমিত্র থের, ভদন্ত কে জ্যোতিমিত্র থের, ভদন্ত প্রজ্ঞামুদিতা থের, ভদন্ত প্রজ্ঞানন্দ থের প্রমূখ ভিক্ষুসংঘ।
বিভিন্ন বৌদ্ধপল্লী থেকে আগত প্রতিনিধিবৃন্দের মধ্যে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন বাবুল বড়ুয়া (কক্সবাজার), রবীন্দ্র বিজয় বড়ুয়া (কক্সবাজার), সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া (লামা), সুবীর বড়ুয়া বুলু (মেরংলোয়া), শিক্ষক কিশোর বড়ুয়া (হাইটুপী), সন্তোষ বড়ুয়া (সাধারণ সম্পাদক, শ্রীকুল মৈত্রী বিহার), রাজু বড়ুয়া (সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সীমা মহাবিহার), পলক বড়ুয়া আপ্পু (মেরংলোয়া), শিল্পী মানসী বড়ুয়া (শ্রীকুল), এমইউপি বিপুল বড়ুয়া আব্বু (মেরংলোয়া), বিপন বড়ুয়া (উত্তর মিঠাছড়ি), হেমেন্দ্র বড়ুয়া (উখিয়ারঘোনা), অকিঞ্চ বড়ুয়া (নলবুনিয়া), রিটন বড়ুয়া (চৌধুরীপাড়া), কাজল বড়ুয়া (মানিকপুর) প্রমুখ।
সভায় আরো বক্তব্য রাখেন রামু ফায়ার স্টেশনের ইনচার্জ সৌমেন বড়ুয়া।
সাংবাদিক নীতিশ বড়ুয়া ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া।
উল্লেখ্য, মতবিনিময় সভার একপর্যায়ে সভায় উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। এসময় তিনি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার পাশাপাশি অনুষ্ঠানের জন্য পাঁচ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।