রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠির সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি নির্বাচিত হয়েছেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহমুদুল হক সিকদার। সংগঠনের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী গত ৫ মার্চ মৃত্যুবরণ করেন। এরপর সভাপতির পদটি শূণ্য ঘোষিত হলে, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল হক সিকদার।
শনিবার (৩০ জুলাই) বিকাল ৪টায় রামুর উকিল মেহের আলীর গৃহাঙ্গনে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। সভায় প্রধান আলোচকের বক্তৃতা করেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রধান উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আবুল মনসুর।
সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহমুদুল হক সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্ খালেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এম এন আবদুল গফুর।
সভায় বক্তৃতা করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র পূর্ব ধেচুয়াপালংস্থ হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটি’র সদস্য জসিম উদ্দিন চৌধুরী, মধ্যম ধেচুয়াপালংস্থ রুস্তমআলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহাক শাহরীয়ার নিক্সন, সদস্য রেজাউল করিম চৌধুরী, এহছানুল করিম চৌধুরী, আহমুদুল করিম রুবেল, ফতেখাঁরকুলস্থ হোছন আলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক ফরিদুল আলম, হলদিয়া পালংস্থ শমশের আলী সিকদার প্রজন্ম কমিটি আহ্বায়ক মো. মোজম্মেল হক সিকদার, সদস্য মো. ইয়াসিন সিকদার, ফতেখাঁরকুলস্থ ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটি’র আহ্বায়ক আবছার মিয়া, পূর্ব ধেচুয়া পালংস্থ মাগন আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য রাসেল সরওয়ার, ফতেখাঁরকুল’স্থ হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটি’র সদস্য এড. তানভীর শাহ, মো. নুরুল আবরার প্রমুখ।
সভায় সাংগঠনিক প্রক্রিয়াকে আরও গতিশীল করার লক্ষে পূর্ব ধেচুয়া পালংস্থ আবদুর রাজ্জাক সিকদার ও ফতেখাঁরকুলস্থ মাষ্টার আলী হায়দারকে সহ-সভাপতি, ফতেখাঁরকুলস্থ ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটি’র আহ্বায়ক আবছার মিয়া ও হলুদিয়া পালংস্থ শমশের আলী সিকদার প্রজন্ম কমিটি আহ্বায়ক মো. মোজম্মেল হক সিকদারকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ জনগোষ্ঠির সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’। বংশ পরম্পরায় প্রাচীন এ জনগোষ্ঠির প্রজন্ম সদস্যরা সমাজবদ্ধতা, ভ্রাতৃত্ববোধ ও স্বজনদের আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। এ সম্পর্ক উন্নয়নে সাংগঠনিক প্রক্রিয়াকে আরও গতিশীল করতে হবে। ধর্মীয় চিন্তা-চেতনায় ও সামাজিক মূল্যবোধে এ সংগঠনের কার্যক্রমকে প্রজন্ম থেকে প্রজন্ম প্রসার ঘটাতে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রত্যেক সদস্য কাজ করবে।