আবুল কাশেম সাগর:
কক্সবাজাররের সদর উপজেলার বাংলাবাজারে বাংলাদেশের অন্যতম অনলাইন ব্যাংক ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং’র শাখা সরওয়ার এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের রিজিওনাল ম্যানেজার, এ.ভি.পি চট্রগ্রাম অঞ্চল নাজমুল ইসলাম। মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর ) বিকালে পিএমখালী ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুল রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বাংলাবাজারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আইনজিবী সমিতির সভাপতি এডভোকেট ইসহাক, ঝিলংজা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান টিপু সুলতান, কক্সবাজার জেলা জজ আদালতের বিশেষ পিপি আলহাজ্ব এডভোকেট হাবিবুর রহমান, বিশিষ্ট আইনজিবী এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, পিএমখালী ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, বি.কম, বিশিষ্ট আইনজিবী এডভোকেট ওবাইদুল হক, বিশিষ্ট শিল্পপতি নুরুল আলম কোম্পানী, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার আবুল হোসাইন।
উক্ত এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনের মাধ্যমে কক্সাবাজার শহরের নিকটে বাংলাবাজরে শত ভাগ নিরাপদের মাধ্যমে বায়োমেট্রিক মেশিন ব্যবহারের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন।
এছাড়াও সঞ্চয় হিসাব খোলা, নগদ টাকা জমা, উত্তোলন, ফিক্সড ডিপোজিট, ডিপোজিট প্লাস স্কীম, বিদেশ হতে প্রেরিত অর্থ গ্রহণ, একাউন্ট ব্যালেন্স জানা, বেতন/ভাতা প্রদান, অন্য একাউন্টে টাকা স্থানান্তর, ডেবিট কার্ডের মাধ্যমে ফাস্ট ট্র্যাক ব্যবহারের মাধ্যমে যে কোন সময় টাকা উত্তোলনের সুযোগ রয়েছে।