হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার শিবির ক্যাডারের হামলায় গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার ২৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে গর্জনিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ চলে যাওয়ার অল্পক্ষণের মধ্যেই ইউনিয়নের নতুন তিতারপাড়ার মৃত জাফর আলীর ছেলে কফিল উদ্দিন হঠাৎ লাটি দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।
আঘাতপ্রাপ্ত হয়ে সোহেল মুহুর্তে মাটিতে পড়ে যান। এসময় প্রচুর রক্ত ঝরছিল। খবর পেয়ে আত্মীয়-স্বজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত গুরুত্বর আহত যুবলীগনেতার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কফিল উদ্দিন কক্সবাজার শহরের চিহ্নিত শিবির ক্যাডার। তবে হামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ঘটনার পরপরই শিবির ক্যাডার কর্তৃক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে শিবির ক্যাডার কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।