এ.এম হোবাইব সজীব:
কক্সবাজরের মহেশখালী উপজেলার ক্রাইমজোন হোয়ানক থেকে সাতটি বন্দুক ও বিপুল পরিমাণ গুলিসহ ডজন মামলার পলাতক আসামী মোঃ শাহাজাহান ( ৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকা অভিযান চালিয়ে থাকে গ্রেফতার করে। গ্রেফতার শাহজাহান ওই এলাকার মৃত হাজী আবদুল মাবুদের ছেলে।
শুক্রবার বিকালে র্যাব ৭ কক্সবাজার ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ শরাফত ইসলাম।
তিনি জানান, র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশখালী উপজেলার হোয়ানক কেরুনতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার স্বীকারোক্তি মতে পার্শ্ববর্তী একটি পুকুরের ভিতর থেকে চারটি সক্রিয় একনালা বন্দুক, তিনটি ওয়ান শুটার গান, ১৫ রাউন্ড বন্দুকের গুলি ও ৩৪০০ পিচ এয়ার গানের গুলি উদ্ধার করা হয়েছে।
এএসপি মোঃ শরাফত আরো জানান, শাহজাহানের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, চাঁদাবাজী, ডাকাতি, অস্ত্র, অপহরণ ও টি ওয়ারেন্টসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাজাহান অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রাখার কথা স্বীকার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।