গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
বাংলাদেশে বিভিন্ন এলাকার আনাচে-কানাচে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিম নামে জঙ্গি সংগঠনটি খুবেই আতংকিত একটি নাম! দীর্ঘ দিন পর হঠাৎ করে টেকনাফ থানা আওয়াতাধীন হ্নীলা মেীলভী বাজার এলাকা থেকে এই নিষিদ্ধ সংগঠনটির এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক হওয়ার এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে টেকনাফ উপজেলার সাধারণ মানুষের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে আবার তাকে দেখার জন্য টেকনাফ থানায় ভিড় জমিয়েছে।
টেকনাফ থানা পুলিশ সুত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর গভীর রাতে থানা পুলিশের এএসআই মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা ইউনিয়নের মেীলভী বাজার নাইক্ষংখালী এলাকার কবির আহম্মদের পুত্র মোঃ আলী প্রকাশ এম আলী (৪০) কে আটক করে।
পুলিশ সুত্রে আরো জানা যায়, আটককৃত ব্যক্তি এম আলী আনসারুল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য ও পলাতক আসামী। দীর্ঘ দিন ধরে তাকে আটক করার জন্য টেকনাফ পুলিশ সদস্যরা হন্ন হয়ে খুঁজছে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ আমাদের রামু কে জানান, ধৃত এম আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সক্রিয় তালিকাভুক্ত সদস্য। দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা তাকে আটক করে। তার বিরুদ্ধে টেকনাফ ও চট্টগ্রামের কতোয়ালী থানায় সন্ত্রাস বিরুধী আইনসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে আটককৃত ব্যক্তির দাবি সে আনসারুল্লাহ বাংলাটিমের কোন সদস্য নয়। আটককৃত ব্যক্তি আরো বলেন, সে দীর্ঘ দিন ধরে পুলিশের দালালী করে আসছিল।