শহিদুল ইসলাম, উখিয়া:
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জন যুবককে আটক করতে সক্ষম হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি দল দক্ষিণ ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন সন্দেহভাজন যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের উলুচামরি গ্রামের মনছুর আলমের ছেলে মোঃ রাসেল, উত্তর লম্বরী ছৈয়দ আহমদ এর ছেলে আবদুল মালেক, উত্তর লম্বরী এলাকার গুরা মিয়ার ছেলে আয়াত উল্লাহ।
টেকনাফের হ্নীলায় সম্প্রতি সিএনজি চালক জাফর আলম নামের এক ব্যক্তি নিহত হন। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে আটক ৩ জনই ঐ হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে। উখিয়া থানার ওসি আবুল খায়ের আটকের সত্যতা স্বীকার করেন।