সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কাজেই মধ্যবর্তী নির্বাচনের নামে রসিকতার প্রয়োজন নেই।
সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও টোল প্লাজায় অনলাইন ওয়েব বেইজড ‘ওয়েয়িং স্কেল সিস্টেম’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। রিপোর্ট রাইজিংবিডির।
আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল সম্পর্কে মন্ত্রী বলেন, আধুনিক টেকনোলজি ও ঐতিহ্যের সমন্বয়ে আগামীতে আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। যা ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন না হলে রাস্তা ৮ লেন বা ১৬ লেন করেও যানজট কমানো যাবে না। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা করা হবে।