যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন বিহারে উদযাপন করছেন শুভ মধু পূর্ণিমা।
শুক্রবার ৯ সেপ্টেম্বর সকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে নাইক্ষংছড়ি ধুংরী হেডম্যানপাড়া বিহারের অধ্যক্ষ উঃ আছাবা মহাথের’র সভাপতিত্বে ধর্মসভা অনুষ্ঠিত হয়।
সভায় ধর্মদেশনা দান করেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের প্রধান ভিক্ষু শীলপ্রিয়, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভিক্ষু প্রজ্ঞানন্দ, শরণপ্রিয় ভিক্ষু প্রমুখ।
এদিকে রামুর শান্তির দূত বিহারে ভিক্ষু ক্ষান্তিপায়া অনুরুপ কর্মসূচী পালন করেন।
রামু মৈত্রী বিহার, রামকোট বনাশ্রম বিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারে সকাল থেকেই পূণ্যার্থীরা ভিক্ষুসংঘের উদ্দেশ্যে মধু দানের পাশাপাশি সকাল থেকে বুদ্ধপূজা দান, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন,অষ্টশীল গ্রহণ,সংঘদান,হাজার প্রদীপ প্রজ্জ্বলন,অষ্টপরিষ্কার, পিণ্ডদান করেন।
তাছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা অনুষ্টিত হয়।
ধর্মসভায় বক্তারা বলেন- মহামানবের প্রতিটি বাণীই মানবজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের বৌদ্ধদের জন্য মধু পূর্ণিমা একটি স্মরণীয় পবিত্র তিথি। এ পূর্ণিমা তিথিতে বানর কর্তৃক ভগবান বুদ্ধকে মধু দানের একটি ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে।