রামুতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শেষ হয়েছে। ১০ সেপ্টেম্বর, শনিবার বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ও হ্যান্ডবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
শনিবার রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকা দলের ফুটবল ও হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ফুটবলে বালক দলে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা দলে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় এবং হ্যান্ডবল বালক দলে রাবেতা আল ফুয়াদ একাডেমি ও বালিকা দলে রামু উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, সুকুমারবৃত্তি চর্চার ভিতর যারা থাকে, তারা কখনও পথ হারায় না। আজকের কিশোর-কিশোরীরা আগামীর বাংলাদেশের নাগরিক।
ইউএনও কিশোর-কিশোরি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাতেই আগামী ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশের সমৃদ্ধির চাবিকাঠি তোমাদের হাতে।
আমরা তোমাদের হাতেই দেশটি দিয়ে যাবো। তিনি বলেন, খেলাধুলার সাথে যারা থাকে, তারা মাদক থেকে দূরে থাকে। ইভটিজিং মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তোমাদের মধ্যে রয়েছে অনেক সম্ভাবনা। চর্চার মাধ্যমে অমিত সম্ভাবনাকে লালন করতে হবে। তোমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে গড়ে তোলার এখনই সময়।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি, রামুর সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলী হায়দার, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, উপজেলা স্কাউট সম্পাদক আঙ্গুর বালা প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি, রামুর যুগ্ম সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু ও রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন।
শনিবার বিকালে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলায় বালক দলে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জারাইলতলী উচ্চ বিদ্যালয়কে এবং বালিকা দলে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় ২-০ গোলে শেখ হাসিনা জোয়ারিয়ানালা উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। দুপুরে অনুষ্ঠিত হ্যান্ডবল ফাইনাল খেলায় বালক দলের আল ফুয়াদ একাডেমি ২-১ গোলে রামু ল্যাবরেটরি স্কুলকে এবং বালিকা দলে রামু বালিকা উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে ১-০ গোলে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ফাইনাল খেলা পরিচালনায় ফুটবল বালক দলে মিল্টন দত্ত রেফারি, কামরুল আহসান সোহেল ও ওমর ফারুক মাসুম সহকারী রেফারি এবং বালিকা ফুটবল ফাইনাল খেলায় অসিত পাল রেফারি, কামরুল আহসান সোহেল ও সংগীত বড়ুয়া সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। হ্যান্ডবল ফাইনাল খেলা পরিচালনায় ছিলেন, ছৈয়দ আলম, মো. ইসমাইল, সুকুমার বড়ুয়া বুলু, সুপন বড়ুয়া শিপন।
৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রামুতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি (গ্রীষ্মকালীন) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কাবাড়ি বালক দলে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় রানার্স আপ এবং বালিকা দলে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রামু বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ ট্রফি অর্জন করে।
দাবা খেলা বালক বড় দলে রামু ল্যাবরেটরি স্কুলের আমিনুল হক প্রথম স্থান ও রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মোমতাছির দ্বিতীয় স্থান, বালক মধ্যম দলে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শয়ন দে প্রথম স্থান ও কৌবিদ বড়ুয়া দ্বিতীয় স্থান এবং বালিকা মধ্যম দলে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের উইচিং মার্মা প্রথম স্থান ও আচান্দা মার্মা দ্বিতীয় স্থান অর্জন করে। এ ছাড়াও সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়।