রামু ফুটবল ট্রেনিং সেন্টার পরিদর্শন করেছেন বাফুফে টেকনিক্যাল ডিপার্টমেন্ট প্রধান মাহবুব আলম পলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট একাডেমি এক্রেডিটেশনের অধীন টু-স্টার রেজিষ্ট্রেশন ভুক্ত রামুর ফুটবল ট্রেনিং সেন্টার পরিচালনা ও প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় প্রশিক্ষণার্থী খুদে ফুটবলারদের ক্রীড়ানৈপণ্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রামু ফুটবল ট্রেনিং সেন্টার থেকে পাঁচ-সাত জন খেলোয়াড় ঢাকায় তৃতীয় বিভাগে খেলার জন্য নিয়ে যাওয়া হবে।
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রামু ফুটবল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে বাফুফে কর্মকর্তা মাহবুব আলম পলো শৃংখলা, সম্মান ও পড়ালেখার সমন্বয়ে একজন ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ। ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে, সঠিক পথে চলতে হবে। এনড্রয়েড ফোন ব্যবহার করবে না। মোবাইল ফোনের নেশা থেকে দূরে থাকতে হবে।
তিনি জানান, গত দুই বছরে দেশের ১৭০টি ফুটবল একাডেমিকে ওয়ান স্টার প্রদান করা হয়েছে। আগামী জানুয়ারি মাসে দেশের দশটি জোনে ওই ফুটবল একাডেমির অংশ গ্রহণে অনুর্ধ-১৬ টুর্ণামেন্ট আয়োজন করা হবে। উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সংগ্রহের লক্ষে, এই টুর্ণামেন্ট আয়োজন করবে বাফুফে।
বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্ট প্রধান মাহবুব আলম পলো বলেন, রামু ফুটবল ট্রেনিং সেন্টারসহ দেশের বিভিন্ন স্থানের ২৪টি ফুটবল একাডেমিকে শীঘ্রই টু-স্টার প্রদান করা হবে। সেই পর্যায়ের মান, ট্রেনিং কার্যক্রম ও লোকবল রামু ফুটবল ট্রেনিং সেন্টারে আছে কিনা, তা দেখতেই আমি রামুতে এসেছি।
রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈনুদ্দিন মিল্কি, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, রামু ব্রাদার্স ইউনিয়ন সভাপতি মো. নবু আলম, ইঞ্জিনিয়ার তিলক বড়ুয়া প্রমুখ।
রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাবেক কৃতি ফুটবলার অধীর বড়ুয়া, বিমল বড়ুয়া, ব্যুমকেশ বড়ুয়া বুনু, অলক বড়ুয়া দুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাবেক ফুটবলার সংগীত বড়ুয়া, আহমদ, রিটু বড়ুয়া, জিটু বড়ুয়া, ফরিদুল আলম, কাজল বড়ুয়া, শিক্ষক বিপ্লব মল্লিক ও বাচ্চু বড়ুয়া প্রমুখ।
রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন, কোচ কাকন বড়ুয়া, সুফল বড়ুয়া আব্বু, মুকুট বড়ুয়া মাঠে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। সভার শুরুতে অতিথিকে ক্রেস্ট ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়।