চাকরির জন্য মরিয়া না হয়ে তরুন-যুব গোষ্ঠিকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হতে হবে। এজন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে যোগ্য করতে হবে। এতে নিজের আয়ের উৎস সৃষ্টি হবে, আবার অন্যদেরও চাকরি দেয়ার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তথ্যপ্রযুক্তি, কৃষি সহ সবক্ষেত্রে এখন স্বাভলম্বী হওয়ার জন্য প্রশিক্ষণ লাভের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে হবে।
কক্সবাজার জেলায় যুব উদ্যোক্তা ও ক্ষমতায়ন কার্যক্রম (ইয়েস) প্রকল্পের আওতাধিন রামু উপজেলা রিসোর্স সেন্টার এর মাসিক সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন।
রবিবার, ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় রামু মন্ডলপাড়াস্থ রিসোর্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এপেক্স ক্লাব অব রামুর চেয়ারম্যান মাস্টার জামাল হোছাইন চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার মো. নাছির উদ্দিন, উখিয়ারঘোনা সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলেখা আকতার, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুল হক আজিজ।
রিসোর্স সেন্টারের সভাপতি মামুনর রশিদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- যুব উদ্যোক্তা ও ক্ষমতায়ন কার্যক্রম (ইয়েস) প্রকল্পের সেন্টার ফ্যাসিলিটেটর আবদুল মালেক। অনুষ্ঠানে রিসোর্স সেন্টার পরিচালনা পর্ষদ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইউএসএআইডি এর সহায়তায় ইয়েস এক্টিভিটি ইপসা প্রকল্পটি বাস্তবায়ন করছে।