রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেছেন- সবচেয়ে বড় ধর্ম হলো মানুষের সেবা করা। সমাজে সব মানুষের দূঃখ-দূর্দশা নিরসনে প্রত্যেক মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। সবাই আন্তরিক হলে কোন মানুষ আর অসহায় থাকবে না। তিনি রামুর রাজারকুল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা হালদারকুল গ্রামে এ ধরনের চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এর বাস্তবায়নে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সার্বিক সহায়তায় তৃণমূল পর্যায়ের দুঃস্থ্য ও দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসার সুবিধার্থে হালদারকুল কমিউনিটি তথ্য সেবা কেন্দ্র “ইনফো হাব ইন্টাভেনশন” প্রকল্পের উদ্যোগে চক্ষু চিকিৎসা বিষয়ক এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে ১৫০ জন রোগীদের পরীক্ষাসহ ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। ক্যাম্পেইনে আসা চোখের ছানি অপারেশনের রোগীদের কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে ভর্তি করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এর “ইনফো হাব ইন্টাভেনশন” প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুদ রানা, পার্টনারসিপ এন্ড ইন্সটিটিশনাল রিলেশন এর ম্যানেজার ইফতেখার আহমেদ, সিনিয়র অফিসার সুমন চন্দ্র দাস, সিনিয়র প্রজেক্ট অফিসার কৃষিবিদ এসএম বেলালুর রহমান, এ্যাসিসট্যান্ট প্রজেক্ট অফিসার ফয়েজ আহমেদ রুবেল, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, কমিউনিটি মোবিলাইজার এন্টি চাকমা ও লামং রিটান, উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্যে এসিএফ এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুদ রানা বলেন- এর “ইনফো হাব ইন্টাভেনশন” প্রকল্পটি বর্তমানে কক্সবাজার জেলার ৪ টি উপজেলায় (রামু, উখিয়া, টেকনাফ ও মহেশখালী) ৩০ টি ইনফো হাব বা কমিউনিটি তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির জীবিকায়ন স্থিতিশীল করার জন্য তথ্য প্রাপ্তি সহজতর করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এসব তথ্যসেবা কেন্দ্রগুলোতে অন্ততঃ পক্ষে ছয় ধরনের তথ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারমধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা বিষয়ক তথ্য, কৃষি ও গবাদি পশু, হাস-মুরগী ও মৎস্য বিষয়ক তথ্য, কর্মসংস্থান ও চাকুরির তথ্য, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য জনসেবা বিষয়ক তথ্য, আর্থিক সেবা বিষয়ক তথ্য ও অনলাইন সেবা বিষয়ক তথ্য। এছাড়া সরকারি এবং বেসরকারি পর্যায়ে কারিগরি প্রশিক্ষণে যে সুযোগ রয়েছে সে সম্পর্কে জানতে পাচ্ছেন উপকারভোগীরা। “ইনফো হাব ইন্টাভেনশন” প্রকল্পটি জার্মান কোঅপারেশন (জার্মান সরকার) ও বাংলাদেশ সরকারের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) ও জিআইজেড কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।