সাফ জয়ী নারী চ্যাম্পিয়ন টিমের দুই খোলেয়ার রুপনা ও ঋতুপর্ণা চাকমাকে ছাদখোলা গাড়িতে সংবর্ধনা দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তাদের সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাফ জয়ীদের সংবর্ধনা বিষয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে রুপনা ও ঋতুপর্ণা চাকমাকে ঘাগড়া বাজার থেকে খোলা গাড়িতে রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বর ঘুরে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আনা হবে। তারপর সেখানে উভয়কে সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা চাকমা জানান, ২৯ তারিখ সকালে আমরা স্কুলের মাঠে সাফ জয়ীদের বরণ করে নিবো। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে মিষ্টি বিতরণ করা হবে।