ঝালকাঠির জেলার কাঠালিয়া উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তার জন্যে নিরাপত্তা কর্মী নিয়োগ, ওয়াচ টাওয়ার ও মোবাইল টাওয়ার নির্মানের দাবিতে এলাকাবাসীর পক্ষে নাগরিক ফোরামের উদ্দ্যোগে স্মারকলিপি প্রদান করে কাঠালিয়া নাগরিক ফোরাম।
২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
নাগরিক ফোরামের সভাপতির স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় ঝালকাঠির জেলার কাঠালিয়া উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তার জন্যে নিরাপত্তা কর্মী নিয়োগ, ওয়াচ টাওয়ার ও মোবাইল টাওয়ার নির্মানের দাবিতে কাঠালিয়া নাগরিক ফোরাম ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ মানববন্ধন করেছে। মানববন্ধনে বিভিন্ন বয়সের ও পেশার শতশত মানুষ অংশ নেয়।
ইতোপূর্বেও কাঠালিয়ার ভাসমান পর্যটন কেন্দ্রে ছৈলার চরে ব্যাবক উন্নয়ন হয়েছে। বর্তমানে অনেকে উন্নয়ন চলমান জেলার ও উপজেলার বিভিন্ন সরকারি বে-সরকারি উদ্যোগে সভা সেমিনার অনুষ্ঠিত হয়। এই পর্যটন কেন্দ্র বরিশাল বিভাগের অন্যতম পর্যটন কেন্দ্রে ছৈলার চর। এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও কমলমতী শিশুদের প্রতিদিন সমাগম ঘটে। এ পর্যটন কেন্দ্রে যাওয়ার যোগাযোগের রাস্তাটি নির্মানের জন্য ৩ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে। বর্তমানে মোবাইল কোম্পানির টাওয়ার না থাকায় ফোন যোগযাযোগ বিছিন্ন। পর্যটকের নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রহরী, ওয়াচ টাওয়ার সহ সিসি টিভির আওতায় আনা জরুরী। সঠিক নিরাপত্তবলায় না থাকায় বিগত সময় পর পর দুটি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। যদি সব ধারনের নিরাপত্ত ব্যবস্থা না দেয়া হয়, তাহলে এর থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারে। পর্যটকদের সকল জনসাধরণের সুবিধার্থে আমাদের মোবাইল টাওয়ার, নিরাপত্তাকর্মী, ওয়াচ টাওয়ার নির্মান করার দাবী প্রকাশ করা হয়।