রামু সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি ব্যাচ ২০১২ থেকে ২০২২ এর পূণর্মিলনী আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শনিবার রামু সরকারি কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ২০১২ ব্যাচের প্রাক্তন ছাত্র রায়হান উদ্দীন রায়ান।
২০১৫ ব্যাচের ছাত্র ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়, ২০১০ ব্যাচের ছাত্র ও কক্সবাজার বীচ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবু হেনা মুস্তফা কামাল, ২০১৫ ব্যাচের ছাত্র মোহাম্মদ ইব্রাহীম, ২০২১ ব্যাচের ছাত্র মোহাম্মদ রিদুয়ান সহ ব্যাচ প্রতিনিধিরা বক্তৃতা করেন।
সকলের সহযোগিতায় ২০২৩ সালের ২১ জানুয়ারী পুণর্মিলনী আয়োজনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মতিক্রমে রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করা হবে এবং শীঘ্রই রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হবে। কলেজের পূর্ববর্তী ব্যাচের জ্যেষ্ঠ শিক্ষার্থীরাও এই পূণর্মিলনী অনুষ্টানে অংশগ্রহণ করতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় রামু সরকারি কলেজের বিভিন্ন ব্যাচের ১৩০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।