রামুতে সৌদি বাদশার সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বাংলাদেশি দরিদ্র জনগোষ্ঠির ৯৭৫ পরিবার পেয়েছে খাদ্যসামগ্রী। প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল মানবিক সহায়তার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সৌদি বাদশার সাহায্য সংস্থা বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং দূর্বল সম্প্রদায়ের জন্য খাবারের সুরক্ষিত ঝুড়ি বিতরণ করে। খাবারের ঝুঁড়িতে রয়েছে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার তেল, ১ কেজি লবণ, ৩ কেজি চিনি।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রজেক্ট ম্যানেজার ফাহাদ আল মাহদি, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সালামত উল্লাহ, মুহাম্মদ ওয়ায়েজ, মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম-সম্পাদক আবুবক্কর ছিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা।
সৌদি বাদশার সাহায্য সংস্থার প্রতিনিধি ফাহাদ আল মাহদি বলেন, রামুতে ত্রাণ ও মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়নে আন্তরিক সহায়তার জন্য মাননীয় সংসদ সদস্যসহ উপস্থিত সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশী দরিদ্র জনগণের পাশে থাকার জন্য কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে বাংলাদেশে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন লোকাল পার্টনার হিসেবে এ ত্রাণ বিতরণে কাজ করছে।