ক্লিনটন:
১৮ ই সেপ্টেম্বর ২০১৬, রবিবার, ফ্রান্সস্থ বৃহত্তর বাংলাদেশী বৌদ্ধ বিহার কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান, জ্ঞাতি সম্মেলন ও বৌদ্ধ কর্মবাদ দর্শনের উপর বৃহৎ আলোচনার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা সৈকত নগরী কক্সবাজারের উখিয়া উপাজেলাধীন বৌদ্ধ জন সাধারণ যারা ফ্রান্সে অবস্থান করছেন তাদের উদ্যোগে ও অত্র বিহারের সমস্থ উপাসক উপাসিকা বৃন্দের আন্তরিক সহযোগীতা অনুষ্ঠানের পরিপূর্ণতা দিয়েছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ভিক্ষু সংঘের মাধ্যমে।
কর্মসূচির মধ্যে ছিল পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, মধু দান, অষ্ট পরিষ্কার ও সংঘদান, সুত্র পাঠ ও ভিক্ষু সংঘে পিন্ড দান শেষে দ্বিতীয় পর্বের
কর্মসুচিতে ছিল অত্র বিহারের পরিচালক শ্রীমৎ জ্যোতিসার থের’র একক সদ্ধর্ম দেশনায় বৌদ্ধ ধর্মে কর্মবাদের উপর এক প্রাণ বন্ত আলোচনা।
উক্ত আলোচনায় অংশ গ্রহণকারী শ্রোতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মত। উক্ত অনুষ্ঠানে উখিয়ায় বৌদ্ধ ধর্মের আলোক বর্তিকা প্রয়াত জ্ঞানসেন মহাথের, শাসন বংশ মহাথের’র স্মৃতি স্মরণ সহ শ্রীমৎ রেবতপ্রিয় মহাথের’র রোগ মুক্তি কামনায়, ড কাচ্চায়ন মহথের ও বর্তমান সময়ের কৃতি সংঘ পুরুষ শ্রীমৎ কুশলায়ন মহাথের নীরোগ জীবন কামনায় পুণ্য দান করা হয়।
অনুষ্টানে ফ্রান্স প্রবাসী বড়ুয়া, থাই, সুইজারল্যান্ড ও ইউ এস এ থেকে ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।