সাবরাংয়ে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলায় ৮ নং ওয়ার্ড ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার, ১২ অক্টোবর বিকালে সাবরাং হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দলটি ৬ নং ওয়ার্ড ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা গোলশূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে ৮নং ওয়ার্ড ফুটবল একাদশ।
সাবরাং ইউনিয়নে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে ৯টি ওয়ার্ডের ৯ টি ফুটবল দলকে নিয়ে বেসরকারী সংস্থা এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ ‘একলাব’ এ টূর্ণামেন্টের আয়োজন করে। মানবিক সহায়তা প্রকল্পের অংশ হিসেবে উল্লেখিত টুণামেন্টটি সাবরাং ইউনিয়নের ভিন্ন ভিন্ন ৩টি মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতি পুরো টূর্ণামেন্টকে সাফল্যমন্ডিত করে তুলে।
ফাইনাল খেলা শেষে একলাব কর্মসূচি পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে একলাবের প্রজেক্ট ম্যানেজার নুরে আলম মিলনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেন বিএ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল হোসেন, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ-দৌল্লাহ এবং সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী ৮নং ওয়ার্ড ফুটবল দলকে ২০ হাজার টাকার নগদ চেক ও রানার্স আপ ৬নং ওয়ার্ড ফুটবল দলকে ১০ হাজার টাকার চেক প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেন বিএ বলেন- এ ইউনিয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি ও যুব সমাজকে ক্রীড়া চর্চায় এগিয়ে নিতে এ ট‚র্ণামেন্টের অবদান অনস্বীকার্য। তিনি ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে দর্শনীয় খেলা উপহার দেওয়ায় অংশগ্রহনকারি দল এবং আয়োজক একলাব কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ব্র্যাকের সহযোগীতায় ও একলাব এর আয়োজনে এ টুর্ণামেন্ট শুরু হয়। ট‚র্ণামেন্ট শুভ উদ্বোধন করেন সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেন বিএ। ট‚র্ণামেন্টকে ঘিরে সাবরাং ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।