রামু হঠাৎ বজ্রপাতে মারা গেলো দরিদ্র কৃষকের তিনটি গাভী, একটি ছাগল ও একটি মুরগি। গৃহপালিত পশু হারিয়ে বারবার মূর্চা যাচ্ছেন দরিদ্র কৃষক নুর আহমদ। ঘটনাটি ঘটেছে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল গ্রামের দরগাহ পাড়া গ্রামে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। এ ক্ষতি পুষিয়ে নেয়ার কোন অবলম্বন নেই দরিদ্র এ কৃষকের। খবর পেয়ে ঘটনাস্থলে যান, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, প্রাণি সম্পদ বিভাগসহ স্থানীয় ইউপি সদস্য।
জানা গেছে, বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২.৪৫ টার দিকে হঠাৎ বজ্রপাত হয় কয়েকবার। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি বন্ধ হওয়ার পর ঘরের সাথে লাগোয়া খোলা বারান্দায় বাঁধা তিনটি গাভী ও একটি ছাগল মরা দেখতে পান কৃষক নুর আহমদের মেয়েরা। এ সময় কৃষক নুর আহমদ বা তার স্ত্রী কেউ বাড়িতে ছিলো না। খবর পেয়ে কৃষক নুর আহমদ ছুটে এসে, পরিবারিক অবলম্বন তিনটি গাভী মৃত দেখতে পেয়ে বারবার মুর্চা যাচ্ছিলেন। পরিবারের সদস্যরাও বারবার কান্নায় ভেঙ্গে পড়েন।
বজ্রপাতে দরিদ্র কৃষক নুর আহামদের তিনটি গরু, একটি ছাগল ও একটি মুরগি মারা গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, মনিরঝিল গ্রামের বাসিন্দা কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ কাশেম। তিনি জানান, এতে কৃষক নুর আহমদের প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, আকস্মিক বজ্রপাতে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল দরগাপাড়া এলাকায় দিনমজুর নুর আহমদের তিনটি গরু, একটি ছাগল আর একটা মুরগী মারা যায়। একটি টিলার উপরে স্থাপিত টিনের চালা ঘরে এ পশুগুলি একসাথে রাখা হয়েছিল। ঘটনা সরেজমিন পরিদর্শন করে নুর আহমদকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া সার্বিক সহায়তার আশ্বাস দেয়া হয়। তিনি বলেন, মৃত গরুর বিষয়ে প্রাণি সম্পদ বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। ডিসি স্যারের মাধ্যমেও সহায়তা করার চেষ্টা করা হবে। এ ছাড়াও সম্বল হারানো দরিদ্র কৃষক পরিবারটি অর্থনৈতিক অবলম্বনে বিষয়েও সহায়তার চেষ্টা করা হবে।
বজ্রপাতে সতর্কতার জন্য ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, বজ্রপাতের সময় ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন। উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকুন।