রামুতে একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরির্দশন করেছেন, বিসিক চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান রামুর উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছালে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, প্রতিষ্ঠান পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া। পরে একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তির প্রতিষ্ঠাতা ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুণাশ্রী মহাথেরোর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মতবিনিময় কালে করুণাশ্রী মহাথেরো নিজের লেখা ‘বুদ্ধের ঋদ্ধি প্রদর্শন’ বইটি অতিথির হাতে তোলে দেন। এ সময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) সরোয়ার হোসেন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে লবন চাষীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এবং লবন চাষীদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতা করেন। পরে চৌফলদন্ডীতে লবন মাঠ পরিদর্শন করেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে ইসলামপুরের লবণ মিল মালিকদের সাথে অনুষ্ঠিত অর্ধবার্ষিকী পর্যালোচনা সভায় বক্তৃতা করেন। ওই দিন বিকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটায় লবন চাষীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এবং লবন চাষীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন এবং পেকুয়া উপজেলায় লবণ মাঠ পরিদর্শন করেন।
বিসিক চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান আজ শনিবার মহেশখালী উপজেলার লবণ চাষীদের সাথে মতবিনিময় ও লবণ মাঠ এবং মহেশখালী উপজেলার দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। বিসিক চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার বিমানযোগে কক্সবাজার আসেন। আজ শনিবার বিকালে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দিবেন।