কক্সবাজারের রামুতে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে, বুধবার (১৯অক্টোবর) দুপুর আনুমানিক ২ টার দিকে বজ্রপাতে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল দরগাহ পাড়া এলাকার নূর আহমদ নামের এক দিন মজুরের গরু, ছাগল ও মুরগী সহ বেশ কিছু গৃহপালিত প্রাণীর মারা যাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পাহাড়ী জনপদ পশ্চিম মনিরঝিল দরগাহ পাড়া এলাকার অসহায় দিনমজুর নূর আহমদের বাড়িতে যান। ওই সময় তিনি ক্ষতিগ্রস্ত নুর আহমদ ও তাঁর পরিবারের সদস্যদের দুর্দশার কথা শুনে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।