রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা জেতবন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২২ উদযাপিত হয়েছে।
২০ অক্টোবর, শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উক্ত পুণ্যানুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতির আসন অলংকৃত করেন উখিয়া পাতাবাড়ী কেন্দ্রীয় আনন্দভবন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের। প্রধান অতিথির আসন অলংকৃত করেন উত্তর মিঠাছড়িড় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী মহাথের। উদ্বোধকের ধর্মদেশনা দান করেন কঠিন চীবর লাভী বিহারাধ্যক্ষ ভদন্ত অহিংসবোধি ভিক্ষু। ধর্মদেশনা দান করেন জাদিপাড়া আর্যবংশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রবোধি ভিক্ষু প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতির আসন অলংকৃত করেন ভারতীয় ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ধর্মরত্ন মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমইউপি মোঃ কায়েশ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক পরীক্ষিৎ বড়ুয়া টুটুন ও ডাঃ বিশ্বজিত বড়ুয়া (চন্দনাইশ)।
অনুষ্ঠানে শীলা প্রার্থনা করেন বাবু রাজমোহন বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণা ২০১২ সালে সংঘটিত রামু সহিংসতার ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যারা সমাজে এবং রাষ্ট্রে বিশৃংখলা ঘটায় তাদের বিশেষ কোন ধর্মীয় পরিচয় নেই। তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী। প্রত্যেক ধর্মে অন্যের ধর্মকে শ্রদ্ধা ও সম্মান করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা নিজেরাই ধর্মের মূল ব্যাখ্যা গুলোকে বিকৃত করে প্রচার করে সমাজে ভারসাম্যহীনতার পরিবেশ তৈরি করি। এটা আমাদের দায় এবং অপরাধ, ধর্মের নয়।