বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন রামু উপজেলা শাখা গঠিত হয়েছে। কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ কায়েশকে সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুল হক আজিজকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে রামু উপজেলার ১১ ইউনিয়নের মেম্বারগণ রয়েছে।
এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রামুর এক অভিজাত রেষ্টুরেন্টে এক সভা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কক্সবাজার জেলার সভাপতি, চাকমারকুল ইউনিয়নের মেম্বার ছৈয়দ নুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, খুনিয়াপালং ইউনিয়নের মেম্বার মো. আব্দুল্লাহ বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও মহিলা মেম্বারগণ বক্তব্য রাখেন।
নব-নির্বাচিত সভাপতি/ সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবেন।