গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
টেকনাফে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে।
গতকাল ১৮ সেপ্টেম্বর রোববার রাত ১১ টার দিকে টেকনাফ বিজিবি ২ ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে টেকনাফ বিওপির সদস্যরা গোপন সংবাদে মায়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের খবরে টেকনাফস্থ হ্যাচার খালের কেওড়া বাগানে অবস্থান নেয়।
এ সময় পাচারকারী দল বিজিবির অবস্থান টের পেয়ে প্যাকেটে মুড়ানো ১লাখ পিস পেলে অন্ধকারে কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করে ।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি ২ ব্যাটলিয়ানেরর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান।