ইমরান হোসাইন:
পেকুয়ায় মাদ্রাসা পড়ুয়া বোনকে ইভটিজিং করার ইভটিজারকে চুরিকাঘাত করেছে ওই ছাত্রীর ভাই। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট এলাকায়। চুরিকাঘাতে আহতের নাম গিয়াস উদ্দিন(১৬)। সে একই ইউনিয়নের লালমিয়া পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে ও মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন উক্ত ইউনিয়নের পশ্চিমকুল এলাকার মাহমুদুল করিমের ছেলে নুরুল আবছার(১৫) গিয়াস উদ্দিনকে মগনামা জেটিঘাটে চুরি মেরে আহত করে। এসময় উপস্থিত স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশে সোর্পদ করে। একই সাথে আহতকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নুরুল আবছারের বোন একই মাদ্রাসার ছাত্রী। তাকে প্রায় সময় মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ নানা ভাবে উত্ত্যক্ত করত গিয়াস উদ্দিন। এই নিয়ে ছাত্রীর ভাইয়ের (নুরুল আবছার) সাথে গিয়াস উদ্দিনের বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন সন্ধ্যায় মগনামা জেটিঘাটে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ব্যাপারে আহত ছাত্রের মা মোর্শেদা বেগম বাদি হয়ে সোমবার হামলাকারী নুরুল আবছার, একই এলাকার জাফর আলমের ছেলে মোর্শেদ, ছৈয়দ আহমদের ছেলে মো.ফারুক ও নুরুল হুদার ছেলে হেফাজ উদ্দিনকে আসামি করে পেকুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোস্তাফিজ ভুইয়া আমাদের রামু কে বলেন, এ ব্যাপারে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।