নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের মোহাজের পাড়াস্থ ঐতিহ্যবাহী বাহারছড়া বৌদ্ধ বিহারে বর্ষাবাসিক সংঘদান, অষ্ট উপকরণ ও মধুদান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রোজ শনিবার উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা বাহারের বিহারাধ্যক্ষ, মায়ানমার সরকার কর্তৃক ‘অগ্গমহাসমদ্ধম্মজ্যোতিকাধ্জ’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভুষিত পন্ডিত সত্যাপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম দেশনা দান করেন চট্রগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথের, রামু রামকুট বনাশ্রম বিহারের পরিচালক কে শ্রী জ্যোতিসেন থের, আমাদের রামু সম্পাদক ও প্রকাশক প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন বাহারছড়া বৌদ্ধ বিহার পরিচালনা ও সমাজ সংরক্ষণ কমিটির সভাপতি এড. সুনীল কুমার বড়ুয়া। আলোচনা সভায় আলোচক হিসাবে বক্তব্যে দেন বাহারছড়া বৌদ্ধ বিহার পরিচালক ও সমাজ সংরক্ষণ কমিটির উপদেষ্টা বাবু নিরঞ্জন বড়ুয়া, বাবু বাদল বড়ুয়া, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা বাবু প্রবীর বড়ুয়া, বাহারছড়া বৌদ্ধ বিহার পরিচালনা সমাজ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সুবেদার মেজর (অবঃ) রবীন্দ্র নাথ বড়ুয়া।
শ্যামল বড়ুয়া সৈকত এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রদীপ বড়ুয়া, বিকাশ বড়ুয়া, অর্থ সম্পাদক ভুলু বড়ুয়া, তাপস বড়ুয়া, মুন্না বড়ুয়া, উপজেলা বুড্ডিষ্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, সার্বিক সহযোগিতায় রিটু বড়ুয়া, অমল বড়ুয়া, মৃদুল বড়ুয়া, পান্ত বড়ুয়া, সমীর দাশ, ইল্লু বড়ুয়া, লিমন বড়ুয়া,
দিন ব্যাপী অনুষ্ঠানে বুদ্ধ পূজা, সীবলী পূজা, চীবর দান, মধুদান, অষ্ট উপকরণ ও সংঘদান করা হয়।
সভায় ভিক্ষুসংঘ বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় দান,শীল, ভাবনার কোন বিকল্প নেই।