এম.এ আজিজ রাসেল:
জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, প্রত্যেক ধর্মের মূল বাণী হলো মানবসেবা ও দেশ প্রেম। তাই ধর্মীয় শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে নিজেকে দেশ গড়ার কাজে বিলিয়ে দিতে হবে। কোন ধর্মে উগ্রতা ও জঙ্গীবাদকে প্রশ্রয় দেয়া হয়নি। যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে, প্রকৃতপক্ষে তারা মানবতার শত্রু।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মোঃ আবদুর রহমান।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য উদয় শংকর পাল মিঠুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীণ আইনজীবী এড. পিযুষ দাশ, ধর্মীয় বক্তা অধ্যাপক অজিত দাশ, সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. বাপ্পী শর্মা, শহর পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, ও টেকনাফ পুজা উদযাপন পরিষদের সভাপতি শিবুপদ ভট্টচার্য।
এর আগে সকালে স্বরসতি বাড়ি প্রাঙ্গনে গীতা পাঠ, বক্তৃতা ও ধর্মীয় প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন মাস্টার সাধন পাল, রাজ বিহারী চৌধুরী, জগদিশ শর্মা, নারায়ণ দাশ, মৃদুল মল্লিক ও সবিতা মল্লিক।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।