রামু সেনানিবাস আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। গত ১৩ নভেম্বর শুরু হয় আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছোট-বড় ১৬টি ফরমেশন দল অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ এবং ১০ পদাতিক ডিভিশন সৈনিক মো. তপু মোল্লা প্রথম, সৈনিক গোলাম রাব্বানী, দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন তিনি।
রামু সেনানিবাস আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও সহ বিভিন্ন পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।