জনপ্রিয়তা!
ভাড়া করা দলবলে করতালি জোর
পদক-সম্মাননায় হয়ে থাকে ঘোর
রাতভর নির্ঘুমে, দুর্নীতির খসড়া কষে
বেলা করেই শুরু হয়
জনদরদি নেতার(!) ভোর
হাতের দু’পাশে তার ভক্ত-তোষামুদে
চলার পথে-রথে, ঠিক করা লোক থাকে
তারা দেয় ফুল, ধরে স্লোগান, বলে
‘ভাইকে দিয়েই কেবল হবে’
দখলে-টেন্ডারে, গুলাগুলির হিড়িক পড়ে
ভাইয়ের জন্য প্রাণ দিতে তৈরি প্লাটুন
ন্যুনতম ক্ষমতার অনন্য প্রয়োগে
সাধারণের সর্বস্ব লুটে একধাপ এগিয়ে
দুর্বার কতিপয় জনপ্রতিনিধি!
এভাবেই চলছে দেশ, সমাজের সব অলিগলি
অহমিকার দাপটে তারা ‘চুরি করে, খায় ঘি’ ।।