প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল পূর্বদ্বীপ কমিউনিটি ক্লিনিকে শনিবার ২৪ সেপ্টেম্বর পি এইচডির সহযোগীতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি রামু উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আবদুল মন্নান বলেন মাতৃমৃত্যু শিশুমৃত্যুহার কমাতে ও নিরাপদ প্রসবের জন্য গর্ভবতী মায়েদেরকে নিয়মিত প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে। তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোঁড়ায় পৌঁছে গেছে।
এতে বিশেষ অতিথি ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম ও রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান।
বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, আওয়ামিলীগ নেতা আবদুর রহিম, পি এইচডির উপজেলা সমন্বয়কারী নুরুল কবির । সভাপতিত্ব করেন কমিউনিটি গ্রুপের সহ সভাপতি সাইফুল ইসলাম। সঞ্চালক ছিলেন পিএইচডির ইউএফও কামরুল হাসান। কোরান তেলওয়াত করেন মৌলানা নুরুল আলম।
সভায় উপস্থিত ছিলেন এ এইচ আই দর্পণ বড়ুয়া, এ এইচ আই দুলাল বড়ুয়া, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুদর্শন দাশ, স্বাস্থ্য সহকারী মুহিতুন্নেছা কলি, পরিবার কল্যাণ সহকারী রিনা বড়ুয়া, পিএইচডির ইউএফও আযম খাঁনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মা সমাবেশে বক্তারা গরীব মানুষের সেবায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া গর্ভবতী মায়েদেরকে স্বাস্থ্য পরিচর্যা, নিয়মিত চেক আপ, টিকাদান, পুষ্টিকর খাবার গ্রহণ, পরিকল্পিত ছোট পরিবার গঠন, প্রাতিষ্ঠানিক ডেলিভারীর গুরুত্ব অবহিত করেন।
উল্লেখ্য, উক্ত মা সমাবেশে শতাধিক গর্ভবতী মা এর রক্তের গ্রুপ নির্ণয়, হিমোগ্লেবিন ও রক্তের সুগার পরীক্ষা করা হয়।