ইমরান হোসাইন:
পেকুয়া উপজেলায় ৫টি আগ্নেয়াস্ত্রসহ যুবককে আটকের ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব) বাদী হয়ে পেকুয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া আমাদের রামু কে বলেন, র্যাব-৭ (পতেঙ্গা) ইউনিটের এসআই মোঃ আলমগীর বাদি হয়ে পেকুয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করে। যার নং-১৩/১৬। মামলায় নুরুচ্ছবিকে একমাত্র আসামি করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় থেকে পাঁচটি ওয়ান শুটার গান (এলজি) ও আট রাউন্ড শর্ট গানের কার্তুজসহ ওই যুবককে আটক করে র্যাব। আটককৃত যুবকের নাম নুরুচ্ছবি(৩২)। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের চড়িপাড়া এলাকার মোঃ ইসহাকের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৭) এর চট্টগ্রামের পতেঙ্গা ইউনিট এর সদস্যরা ওইদিন উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে চট্টগ্রামে নিয়ে যায়। পরে শনিবার সকালে অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে পেকুয়া থানা পুলিশকে সোপর্দ করে র্যাব।