তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সমুদ্রপাড়ের জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলের লক্ষাধীক নেতাকর্মী যোগদান করবেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী না চাইতেই রামু-কক্সবাজারবাসিকে অনেক কিছু দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাতেই রামু উপজেলার তৃণমূল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে রেকর্ড সংখ্যক জনতা কক্সবাজারের জনসভায় যোগদান করবে।
আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ও সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষে শনিবার (২৬ নভেম্বর) বিকালে রামু স্টেডিয়ামে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সদস্য সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন। রামু উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল গণি চেয়ারম্যান।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বর্তমানে বিএনপির দৌড়ঝাঁপ দেখে মনে হচ্ছে তাদের পিছনে কোন শক্তি ইন্ধন যোগাচ্ছে। বৈশ্বিক সংকটকে ইস্যু বানিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াসে তৃতীয় কোন অপশক্তি বিএনপিকে সহায়তা দিয়ে যাচ্ছে। এই অপশক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মী ঐক্যবদ্ধ শক্তিতে সেই অপশক্তির বিনাশ করতে বদ্ধ পরিকর।
জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আছারুল হক ভূট্টোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. রেজাউর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামশুল আলম, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোং, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আবছার কামাল সিকদার, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন কোম্পানী, জহির সিকদার, হাবিব আহম্মদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, ইউপি সদস্য মানোয়ারা ইসলাম নেভী, রামু উপজেলা ছাত্রলীগ আহবায়ক তছলিম উদ্দিন সোহেল প্রমুখ।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে আগামী ৩০ নভেম্বর থেকে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা এবং ৫ ডিসেম্বর স্বাগত মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সমাবেশে রামু উপজেলার ১১টি ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগি-অঙ্গ সংগঠনসমূহ ও তৃণমূলের ৫ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া জানান, আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জনসভায় কয়েক লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তিনি জানান, প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনের বার্তায় কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারের সাধারণ মানুষের মধ্যেও নতুন আশা জেগেছে।