লামার গজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন’২২ ইং,অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ২ টায় গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে সিংহাইমং মার্মার সভাপতিত্বে ও উসাইসুই মার্মার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।
সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরও অংশ নেন লামা উপজেলা আ.লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এছাড়াও গজালিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ রবিউল্লাহ,সাধারন সম্পাদক উশৈঞ্চোয়াই মার্মা জয়,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংকহ্লা মার্মা,সম্পাদক মোঃ শাহীন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দীন ভূইয়া নাহিদ,সম্পাদক আরিফুল হক, মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম শান্ত,সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
সম্মেলনে ২য় অধিবেশনে সবার মতামতের ভিত্তিতে গজালিয়া ইউনিয়নে নতুন সভাপতি হিসেবে সাই এ মং মারমা,সহ সভাপতি নিসাইং মারমা, মংসাইচিং মারমা,সাধারণ সম্পাদক হাইসিং মং মারমা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক বরেন ত্রিপুরা ও মোঃ সাখাওয়াত হোসেন এর অনুমোদিত আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।