পর্যটন শহর কক্সবাজারে ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে জনসভা সফল করার লক্ষ্যে রামু উপজেলার জোয়ারিয়ানালা ও কাউয়ারখোপ ইউনিয়নে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) বিকাল থেকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বুধবার বিকাল সাড়ে ৪ টায় জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠ ও কাউয়ারখোপ ষ্টেশনে অনুষ্ঠিত পৃথক প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ ও কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম।
প্রস্তুতি সভায় বাংলাদেশ আওয়ামী লীগ রামু উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড শাখা এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার সহ তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি‘র নেতৃত্বে যোগদান করার সিদ্ধান্ত নেয়।