এ.এম হোবাইব সজীব:
এশিয়ার বৃহত্তম সমবায় পরিচালিত কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির আগামী ৫ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে বদরখালী জুড়ে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। তোরণ ব্যানার ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে বাজার এলাকা বিভিন্ন গ্রামের-অলিগলি। বুধবার বিকালে বদরখালী বাজারের নির্মাণাধীন সমিতি ভবনকে ঘিরে এমন দৃশ্য দেখা গেছে।